আড়াইহাজারে গণপিটুনিতে মকবুল হোসেন মুকুল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন মুকুল (৪৫) আড়ইহাজারের বাসিন্দা এবং তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এত দল ডাকাত। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে তাদেরকে ঘেরাও দেয়। এসময় সাত থেকে আট জন পালিয়ে যেতে সক্ষম হলেও, মুকুলকে ধরে ফেলা হয় এবং তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মুকুলের লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, নিহত মকবুল হোসেন মুকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মুকুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৪টি ডাকাতি মামলা সহ মোট পাঁচটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় ডাকাত সন্দেহে মোক্তার ও সুজন নামে দুই জনকে আটক করা হয়েছে। তারা আড়াইহাজারের বাসিন্দা, তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com