আজ
|| ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই রজব, ১৪৪৬ হিজরি
শেষ বিকেলে বোল্যান্ড ঝলক, জমে উঠেছে সিডনি টেস্ট
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
সিডনি টেস্টে সবেমাত্র পেরিয়েছে দুই দিন। দু’দলের লো স্কোরিং প্রথম ইনিংসের পর দ্বিতীয় দিনের শেষ সেশন যেন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বোল্যান্ডের পেস ঝলকে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানের পুঁজি সফরকারীদের। বোল্যান্ড একাই নিয়েছেন ৪ উইকেট।
লাবুশানেকে সাথে নিয়ে দিনের শুরুটা করেন অজি ওপেনার কনস্টাস। আগের টেস্টে অভিষেকে ফিফটি তুলে নেয়া কনস্টাসকে ফেরান সিরাজ। ব্যক্তিগত ২৩ রানে জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। লাবুশানের ব্যাটও হাসেনি এদিন। মাত্র ২ রানেই বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিওনের পথে হাঁটা ধরেন অস্ট্রেলিয়ার নাম্বার তিন।
লাঞ্চের পর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। পায়ে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে পর্যন্ত নিতে হয় তাকে। নেতৃত্বের ভার আসে ভিরাট কোহলির কাঁধে।
অজি ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান আসে অভিষিক্ত ওয়েবস্টারের ব্যাটে। বাকিদের ভেতর স্টিভেন স্মিথ ৩৩ ও অ্যালেক্স ক্যারি করেন ২১ রান। দলের ছয় ব্যাটার এক অঙ্কের রানে আউট হলে ১৮১ রান শেষ হয় স্বাগতিকদের প্রথম ইনিংস।
ভারতের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন সিরাজ ও কৃষ্ণা। ২টি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ ও নিতিশ রেড্ডি। প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করছিলো ভারত। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন দুই ওপেনার জয়সওয়াল ও রাহুল। কিন্তু এরপরেই যেন ছন্দপতন। অজি পেসার বোল্যান্ডের তাণ্ডবে দলীয় ৪৭ রানেই বিদায় নেন দুজন। জওসওয়াল ও রাহুলের ব্যাট থেকে আসে যথাক্রমে ২২ ও ১৩ রান।
বরবরের মতো এবারের সফরে নিজের শেষ ইনিংসেও ব্যর্থ ভিরাট কোহলি। ব্যক্তিগত ৬ রানে স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ‘কিং’। ভারতীয় শিবিরে এটি নিয়ে টানা তৃতীয় আঘাত হানেন বোল্যান্ড। ১৩ রান করে ওয়েবস্টারের শিকারে পরিণত হন শুভমান গিল। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে ভারত।
একপ্রান্তে ‘বাজবল’ স্টাইলে অর্ধশতক তুলে নেন পান্ত। ৩৩ বলে ৬১ রানে কামিন্সের বলে আউট হবার আগে ভারতীয় ইনিংসের এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেন তিনিই।
শেষ বিকেলে আবারও আঘাত হানেন বোল্যান্ড। মাত্র ৪ রানে নিতিশ রেড্ডিকে ফেরান তিনি।
দিনশেষে ভারতের লিড ১৪৫ রানে। ক্রিজে আছেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর অজিদের পক্ষে ৪ উইকেট তুলে নিয়েছেন বোল্যান্ড। বাকি দুটি পেয়েছেন ওয়েবস্টার ও কামিন্স।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.