সাদপন্থীদের ইজতেমা করতে না দেয়ার আহ্বান মাওলানা মামুনুলের
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জানিয়ে সাদপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমা করতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক।
আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০১৮ সালেও অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও ৫ হাজারের বেশি সাথীদের আহত করা হয়েছিল। সাদপন্থিদের সেই হামলায় ছোট ছোট বাচ্চারাও মুক্তি পায়নি। সেই ঘটনার যথাযথ বিচার হলে ২০২৪ সালে হামলার ঘটনা ঘটতো না। তাই সাদপন্থিদের এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের তাবলীগের সব ধরনের কাজ থেকে বিরত রাখার দাবি জানান হেফাজত নেতা।
তাবলীগ জামাতের মুরব্বিরা বলেন, ১৭ ডিসেম্বরের ঘটনা প্রমাণ করে এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগসাজস আছে। তাই সাদপন্থিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে শুধু তাবলীগের কাজই নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com