আজ
|| ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই রজব, ১৪৪৬ হিজরি
রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারি ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে।
শনিবার (৪ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন।
সাইফুল হক বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত। ফেব্রুয়ারির মধ্যে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দেন তিনি।
আরও বলেন, সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব বাড়বে। কোনকিছু চাপিয়ে দেয়ার সুযোগ নেই, এতে হিতে বিপরীত হবে।
গণতন্ত্র মঞ্চের এই সমন্বয়ক বলেন, একাত্তর থেকে শুরু করে দেশের জন্য কারা কী অবদান রেখেছে, তা জেনে নিজেদের দেশপ্রেমিক দাবি করা উচিৎ। এসময় রাজনৈতিক দলগুলোকে জুলাই অভুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ ফিরে আসে এমন কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.