সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক: জোনায়েদ সাকি
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি নির্বাচন ছাড়াও অনেক সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকলের সাথে আলোচনা করে নির্বাচনের সময়সীমা নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহিতার ক্ষমতা হতে হবে। ৫৩ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলেই আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে।
তিনি আরও বলেন, ক্ষমতা এতদিন চলেছে ফ্যাসিবাদী কায়দায়, এটাকে পরিবর্তন করতে হবে । বাংলাদেশের সর্বত্র আমরা রাজনৈতিক লড়াই করছি।
৭২ এর সংবিধানের ক্ষমতা কাঠামো বদলানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জনগণকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনো প্রকার বিভাজন তৈরি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জোনায়েদ সাকি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com