আজ
|| ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রজব, ১৪৪৬ হিজরি
বগুড়ায় প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৫
বগুড়ার মহাস্থানগড়ের পাইকারি বাজারে এক কেজি ফুলকপি মিলছে ২-৩ টাকায়। সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলছে ২-৩ টাকায়। আর বাঁধাকপি, শিম কিংবা শসার মতো সবজিগুলো মিলছে ১০-১৫ টাকা কেজিতে। সবধরণের সবজির দাম নিম্নমূখী হওয়ায় গ্রাহকের জন্য স্বস্তিদায়ক হলেও, কৃষকের চাষাবাদের খরচ তোলাই কঠিন হয়ে যাচ্ছে।
উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট। ১০ দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছিল ১০-১৫ বা ২০ টাকা কেজিতে। অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ তিন টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বেড়ে যাওয়ায় ৮-১০ টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। শিমের দামও সর্বোচ্চ ২৫ টাকা, শশার কেজি ১৫ টাকা। শুধুমাত্র ৫০ এর ঘরে টমেটো আর আলু।
একজন কৃষক বলেন, বড় বাধাঁকপির দাম ১৮-২০ টাকা পিস বিক্রি হচ্ছে। ছোটগুলো ৮-১০ টাকা বিক্রি হচ্ছে। অন্য আরেক কৃষক বলেন, বর্তমানে বাজারে সবজির যে যে দাম পাওয়া যাচ্ছে ,তা দিয়ে চলার মতো না।
তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা। তবে হতাশা বাড়ছে চাষীদের। তারা বলছেন, মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়াই উঠছেনা; বীজ, সার, কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে? শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে।
বাজারে সবজির দাম কম হওয়ায় হতাশা প্রকাশ করে এক কৃষক বলেন, এখন ফুলকপি বিক্রি করছি ২-৩ টাকা কেজি। অথচ ফুলকপির চারা কিনছি এই দামে। আর মণপ্রতি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। এত আমাদের উৎপাদন খরচই উঠছে না।
এতে লোকসানের মুখে পড়েছেন পাইকারি আর আড়তমালিকরাও। বাজারের একজন পাইকারী ব্যবসায়ী বলেন, বাজারে সবজির দাম কম হলেও শ্রমিকের খরচ তো কমেনি, যার কারণে আমরাও সবজি কম কিনছি, কারণ লাভ হচ্ছে না। কৃষক তো শেষ সেই সঙ্গে আমরাও কেনাকাটা সীমিত করে দিয়েছি।
অন্যদিকে চাষীরা বলছেন, উৎপাদনের আধিক্য বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় সব মৌসুমেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.