দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সম্প্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা বাদ আসর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ এশা কাশিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com