চলতি জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত রেখে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি জানান, নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৪৫৫ টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটো গ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২০২৪ সালে চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল এবং সাত দফা দাম বাড়ানো হয়েছিল। নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারে এক টাকা দাম কমেছিল। আর সবশেষ গত ডিসেম্বরে অপরিবর্তিত ছিল এলপিজি ও অটোগ্যাসের দাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com