মানিকগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সদর উপজেলার পুলিশ ক্যাম্প এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় একটি পিঠা বিক্রির দোকানে আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এছাড়াও জাগির পুলিশ ক্যাম্প এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ২২ ডিসেম্বর ওই যুবকসহ তিনজন ঘরটি ভাড়া নিয়েছিল। কিন্তু পরদিন থেকেই রুমে তালা ঝুলছে। সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মেঝেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে, পুলিশকে খবর দেয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের মরদেহের পরিচয় সনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com