ক্রিকেটোরদের পারিশ্রমিক আর টিকিট বিতর্ক নিয়েই শুরু হলো এবারের বিপিএল আসর। প্রথম ম্যাচের আগে বিপিএলের টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা তৈরি হয়। টিকিট প্রত্যাশিরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে বিসিবির মুল ফটক ভেঙে ফেলেন তারা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই বুথগুলোর সামনে জড়ো হতে থাকেন তারা। পরে টিকিট সোল্ডআউটের ঘোষণা এলে ক্ষিপ্ত হয় উপস্থিত দর্শকরা। এ সময় রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। একপর্যায়ে বিসিবির মুল ফটক ভেঙে ফেলেন তারা।
বিপিএল ঘিরে গেটের সামনের লাগানো বিভিন্ন ব্যানার-প্লাকার্ড ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। সেই ভাঙা কাঠ নিয়ে গেটে আক্রমণ করেন দর্শকরা। তখন মিরপুরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি শান্ত করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মীরা বের হয়ে ধাওয়া দেয় দর্শকদের। অনেকেই পড়ে সেই সময় আহত হন।