শিক্ষাজীবন শেষের আগেই দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে: মঈন খান
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৪
শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায়, তাহলে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (৩০ ডিসেম্বর) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. আব্দুল মঈন খান বলেন, আগামীতে ছাত্ররাই দেশ পরিচালনা করবে, তবে সেটা শিক্ষাজীবন শেষে। শিক্ষকের কথা ছাত্ররা না শুনলে সিস্টেম ভেঙে পড়বে।
সংস্কার বিষয়ে বিএনপির এ নেতা বলেন, মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না।
সিকিউরিটি ট্যাবু নিয়ে এ সময় আতঙ্ক প্রকাশ করেন আব্দুল মঈন খান। বলেন, সিকিউরিটি ট্যাবু পৃথিবীকে গ্রাস করছে, যা আতঙ্কের। দেশে প্রযুক্তির ব্যবহার বাড়লেও হয়রানি কমেনি, সেবার মান বাড়েনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com