নগরীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে সদর থানা পুলিশ৷ রবিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামাল উদ্দিন। এর আগে শনিবার জিমখানা এলাকায় সন্ধ্যায় সাতটায় এ ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, গতকাল মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আলম চানকে আটক করতে যায় পুলিশ। এসময় আসামীর পরিবার ও লোকজন পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জিমখানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এ ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আলম চানকে আটক করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com