আজ
|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৬
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৪
শেরপুরের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল বলে জানা গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) জেলার ঘাটশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনায় বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের দিকে যাচ্ছিলো। আর রিফাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজির চালকসহ সকলেই মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।
ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতোমধ্যে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.