সংঘর্ষে ৩ জন নিহত: ইউপি মেম্বারের হাত কেটে নেয়ার ভিডিও ভাইরাল
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৪
মাদারীপুরের কালকিনির বাশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি মেম্বার আক্তার শিকদার ও তার ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জোরালো অভিযান চললেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর মর্গে ময়নাতদন্ত শেষ হয়েছে তিনজনের।
এদিকে, শুক্রবার ভোরে ইউপি মেম্বার আক্তার শিকদারের ওপর হামলার পর হাত হাত কেটে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কীভাবে তার হাত কেটে নেয় প্রতিপক্ষরা। এর মাধ্যমে হামলার ভয়াবহতাও ফুটে উঠেছে।
বাশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে বিরোধের জেরে একই ইউপির মেম্বার আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এবং তার অনুসারী রশিদ চৌকিদারের ছেলে সিরাজ চৌকিদার খুন হয় শুক্রবার ভোরে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, আজ অতিরিক্ত ডিআইজি নিহতের বাড়ি পরিদর্শন করেছেন। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দাফন প্রক্রিয়াধীন রয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com