আজ রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরের কালকিনির বাশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি মেম্বার আক্তার শিকদার ও তার ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জোরালো অভিযান চললেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর মর্গে ময়নাতদন্ত শেষ হয়েছে তিনজনের।

এদিকে, শুক্রবার ভোরে ইউপি মেম্বার আক্তার শিকদারের ওপর হামলার পর হাত হাত কেটে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কীভাবে তার হাত কেটে নেয় প্রতিপক্ষরা। এর মাধ্যমে হামলার ভয়াবহতাও ফুটে উঠেছে।

বাশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে বিরোধের জেরে একই ইউপির মেম্বার আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এবং তার অনুসারী রশিদ চৌকিদারের ছেলে সিরাজ চৌকিদার খুন হয় শুক্রবার ভোরে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, আজ অতিরিক্ত ডিআইজি নিহতের বাড়ি পরিদর্শন করেছেন। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দাফন প্রক্রিয়াধীন রয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version