আজ
|| ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
আগরতলা রেলস্টেশনে গ্রেফতার ৬ বাংলাদেশি
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৪
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ত্রিপুরার নর্থইষ্ট হেরাল্ড নামে একটি ইংরেজি সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে রেলওয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে দেবানন্দ দাস (৫৫), শেফালী দাস (৪৯), যশমি বালা দাস (১৮), গোলাপী দাস (১৯), রুবেল দাস (২৬) ও রানী দাস (২২) নামে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।
গণমাধ্যমকে বিশয়টি নিশ্চিত করেছেন আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস। তিনি জানান, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন।
তিনি আরও জানান, আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। শনিবার গ্রেফতারকৃত ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.