সুপ্রিমকোর্টের পূর্বের ৯০ শতাংশ বিচারক বিচারকার্যে অনাচার করেছে এবং জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় তিনি একথা বলেন ।
তিনি বলেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেয়ায় লক্ষে আইন তৈরী করা হবে। যদি আরও কিছু নিয়োগ দিয়ে যেতে পারি তাহলে তারা আরও ভালো সেবা প্রদান করতে পারবে।
বিগত বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে বলেও জানান আসিফ নজরুল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com