আজ
|| ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, বাস চালকসহ গ্রেফতার ২
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৪
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বাসের চালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আরও জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গাড়িটি নিয়ন্ত্রণহীন ছিল বলে আপাতত ধারণা করা হচ্ছে। তবে আরও কোনো কারণ আছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় বেপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন ও মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন— মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.