সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় আবার বেড়েছে
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়লো। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে এ সংক্রান্ত বিবরণী জমা দিতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। গত ৩০ নভেম্বর পর্যন্ত তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দেয়ার সময় ছিল। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বাড়ানো হয়েছিল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com