আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সচিবালয়ে আগুন: সম্পৃক্তদের আজকের মধ্যে আইনের আওতায় আনার দাবি
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
আজকের মধ্যে সচিবালয়ে আগুনের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন– স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, সচিবালয়ে যারা আগুন দিয়েছে, তাদের কেন গ্রেফতার করা হলো না? আজকের মধ্যে আগুনের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। এখনও ষড়যন্ত্রের জাল বিস্তার করে হাসিনাকে ক্ষমতায় আনার চক্রান্ত চলছে। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। যে চক্র সচিবালয়ে আগুন লাগিয়েছে, তারা আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়াতে আবারও সিন্ডিকেট করছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকারকে স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচিত সরকার দেশের গুরুত্বপূর্ণ সংস্কার করবে। তিনি যোগ করেন, ক্ষমতা দখলের জন্য বিএনপি রাজনীতি করে না।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায় আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.