নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বিশেষ এই দিনটিকে ঘিরে নারায়ণগঞ্জ শহরের দুইটি গীর্জায় নানা রকমের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় অবস্থিত সাধু পৌলের গীর্জা ও কালীরবাজার এলাকায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চ ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বড়দিন উপলক্ষে শহরের গীর্জাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও গীর্জার ভেতরে ক্রিস্টমাস ট্রি, বেলুন ও ঝাড়বাতি দিয়ে সাজানো হয়।
বুধবার সকাল নয়টায় বিশেষ প্রার্থনার মাধ্যমে শহরের দুই গীর্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা এগারোটায় বড়দিন উপলক্ষে কেক কাটা হয় গীর্জাগুলোতে। এছাড়াও দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
শহরের সাধু পৌলের গীর্জার ফাদার ও জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেছেন, বড়দিন উপলক্ষে নারায়ণগঞ্জের চার্চগুলোতে প্রার্থন হয়েছে, কেক কাটা হয়েছে। এচাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠান হবে। উৎসবমুখর পরিবেশে আমরা দিনটি উদযাপন করছি।
এসময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার৷ নাসিক ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারাও শহরের গীর্জাগুলো পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com