আজ
|| ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে হত্যাকাণ্ডের শিকার ৭ নৌ শ্রমিকের মরদেহ হস্তান্তর, কিছুটা আশঙ্কামুক্ত আহত জুয়েল
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৪
চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় বেঁচে ফেরা জুয়েল রানার অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, জুয়েলের শ্বাসনালী কেটে গিয়েছে। তবে শ্বাস নেয়ার জন্য কৃত্রিম নল লাগানো হয়েছে। এদিকে আহত জুয়েল কথা বলতে না পারলেও নৌ পুলিশের কাছে লিখে তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে সাত শ্রমিক-কর্মচারি হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। এ সময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ডাকাতির সময় নৌযানটির চালক, সারেং ও কর্মীদের হত্যা করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.