উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৪
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও এ ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছেন।
এর আগে, মঙ্গলবার দুপুর ১টার দিকে কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com