সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাষ্ট্র সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন শাখা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেনের পক্ষে কেওচিয়া ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা আবু সালেহর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, কেউচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলমগীর, উত্তর সাতকানিয়া শ্রমিকদলের সদস্য সচিব মো: নাজিম উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দীন ও ইউনিয়ন বিএনপি নেতা মো: ইদরিস প্রমূখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com