খানপুরে বৈদ্যুতিক লাইন থেকে আগুন, ২ দোকান পুড়ে ছাই
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪
সদরের খানপুরে বৈদ্যুতিক লাইন থেকে ২ টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন। এর আগে শুক্রবার রাত ১২ টা ৫৫ মিনিটে খানপুরের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মিথিলা ফার্মেসী ও পাশের একটি জুস বার পুড়ে ছাই হয়ে যায়। তথ্য পেয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ২ টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ বিষয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওবায়দুল ইসলাম জানায়, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত চলে যাই। সেখানে ১ টা ৩০ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। মিথিলা ফার্মেসী ও পাশের আরেকটি জুস বারের দোকানে এ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মিথিলা ফার্মেসীতে ৪ লাখ টাকা ও জুস বারের ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com