আজ রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় শিয়াচর তক্কার মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম (১৮) নামের এক হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, সিয়াম বেশ কিছুদিন অসুস্থ ছিল। প্রায় পনের দিন আগে আগে চেয়ে সুস্থ হওয়ায় এক হোসিয়ারি কারখানায় সে কাজ শুরু করে। শুক্রবার রাত ৯টার দিকে সিয়াম মাকে ফোন করে জানায়, সে রাত ১০টার মধ্যে বাসায় ফিরবে। তবে রাত পৌনে ১০টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাসায় এসে জানান, সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, তক্কার মাঠ এলাকায় আহত অবস্থায় সিয়ামকে দেখতে পায় স্থানীরা। পরে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, এই ঘটনায় নিহতের মা হালিমা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

Exit mobile version