আজ রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত থেকে সব পণ্য আসবে কিন্তু আওয়ামী লীগ আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই দলটি ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হালুয়াঘাট বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল জন্ম নিবে, দল বড় হবে, নির্বাচন করার জন্য কমিশন থেকে নিবন্ধন পাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে এ সরকার নিরপেক্ষ হতে পারবে না।

তিনি আরও বলেন, সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন না। আরও সংস্কার হবে নির্বাচনের পরে।

এসময় ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা উত্তর বিএনপির সদস্য সালমান ওমর রুবেলসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version