আজ
|| ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মোবাইল ফোন না দেয়ায় ছিনতাইকারীদের হাতে খুন হন হাফেজ কামরুল
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতারের পর এ তথ্য জানায় যাত্রাবাড়ী থানা-পুলিশ। গ্রেফতার দুজনেরই বয়স ১৮ বছরের কম।
শনিবার দুপুরে ডিএমপি সেন্টারে ওয়ারী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. মফিজুল ইসলাম বলেন, গত ১৮ ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তার বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়।
এতে বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করে। কামরুল ফ্লাইওভারের ওপর লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামরুল হাসানের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.