আজ
|| ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাভার ও আশুলিয়ায় একরাতে ৩ গাড়িতে ডাকাতি
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪
সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে একরাতেই চলন্ত ৩ গাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। যাত্রীদের কুপিয়ে টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা নেমে যায়।
এছাড়া আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে, একটি বরযাত্রীবাহী মিনিবাসেও হয়েছে ডাকাতি। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে, রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল অস্ত্রধারী। মারধরের পর সর্বস্ব লুটে নেয় তারা।
এদিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেটকারে হয়েছে ডাকাতি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.