আজ রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ভবনের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

বিষয়টি সাথে ফায়ার সার্ভিসকে জানান ভবনের বাসিন্দারা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসার ফ্রিজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ভবনের বাসিন্দারা জানান, সন্ধ্যার পরই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে পুরো ভবন ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে ভবনের বাসিন্দারা ছাদে উঠে পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেয়।

এর আগে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার ‘লাভলীন’ রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ২ মিনিটে ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের ওই রেস্তরাঁর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

Exit mobile version