ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার পদ স্থগিত, মামলা
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৪
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার দলীয় পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সংগঠনটির জেলা শাখার দফতর সম্পাদক সাইফুল বাসার সুমন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
তিন নেতারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, দুই সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারি। এই তিন নেতাকে আগামি তিন দিনের মধ্যে সশরীরে লিখিত জবাব দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার নামে গণমাধ্যমে চাল ছিনতাইয়ের সংবাদ প্রকাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, দলীয়ভাবে কঠোর বার্তা দেয়া আছে, কেউ দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে চাইলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামে কয়েকজন অসহায় নারী। পথিমধ্যে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ কয়েকজন তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়। পরে ভুক্তিভোগীরা বৃহস্পতিবার রাতে চাল ছিনতাইয়ের অভিযোগে ৫ জনের নামে শার্শা থানাতে মামলা করেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও বাদি তার নাম উল্লেখ করেননি এজাহারে।
তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রিপন বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। রাজনীতিক উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হচ্ছে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির আব্বাস বলেন, চাল ছিনতাইয়ের ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা হয়েছে। ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com