ধর্মের ভিত্তিতে কোনো অধিকার ভাগাভাগি হতে পারে না। বাংলাদেশে সবার অধিকার সমান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ ডিসেম্বর) রারাতে রাজধানীর মিরপুরের সেনপাড়া চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।
জামায়াতের আমীর বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস কর। তবে মাঝেমাঝে কিছু হুতুম পেঁচা ঢুকে অশান্তি তৈরি করে। জামায়াত ন্যায় বিচার ও বৈষম্যহীন দেশ গড়তে চায়। এমন এক বাংলাদেশ চায় যেখানে মসজিদ, গির্জা ও মন্দির পাহারা দিতে হবে না।
এরপর আগে, কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামী আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে মৃত্যু উপেক্ষা করে ছাত্র জনতা আন্দোলন করে বিজয়ী হয়েছে। অর্জিত এই এই জয় রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমীর।