আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নেপালকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৪
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও নেপালকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
প্রথম পর্বে শ্রীলঙ্কাকে হারানোর সুবাদে ২ পয়েন্ট ছিল বাংলাদেশের ঝুলিতে। ফাইনালের লক্ষ্য নিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) খেলতে নামে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান তোলে নেপাল। জবাবে ৯ দশকি ৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন ফাহমিদা ছোয়া।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের প্রথমদিনে বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। বিজয় দিবসে বাংলার মেয়েরা ২৮ রানের জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলার কিশোরীরা। জবাবে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জিততে না পারলেও ফাইনালে সেরাটা দিতে মরিয়া বাংলাদেশ। সিনিয়র ক্রিকেট দলের মেয়েরা এর আগে এশিয়া কাপের শিরোপা জয় করে দেখিয়েছে। তাই নতুন আয়োজিত এই টুর্নামেন্টে কিশোরীদের হাতে ট্রফি দেখার আশা করতেই পারেন ভক্তরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.