আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৪
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এ শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান ড. ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে পৌঁছান ড. ইউনূস। সেখানে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান তিনি।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা এ এফ হাসান আরিফের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি দেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবী এবং অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনি সক্রিয়তা, ভিন্নমতের কণ্ঠস্বর ও প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় হাসান আরিফের ভূমিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় হাসান আরিফের আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ড. ইউনূস।
এর আগে, আজ শুক্রবার বিকেল বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন তিনি। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.