আজ
|| ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সিদ্ধিরগঞ্জে যুবদলের অনুষ্ঠানে হামলার ঘটনায় ১জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
যুবদলের অনুষ্ঠানে হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেক ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে মিতালি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বাদী হয়ে মামলাটি করেন। সকালে ওই মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহীনূর আলম।
গ্রেপ্তার লিটন মোল্লা ( ৩৬) ফতুল্লা থানার শান্তিধারা এলাকার বাসিন্দা। ইতোমধ্যে তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলো দিন ইসলাম (৩৬), জামান (৫৫), রায়হান (৩২), জয়নাল (৩৫), মঈন উদ্দিন (৩৪),মাঈন উদ্দিন, হাসান (৩০), রবিউল (৩২), রহিম (৩৫) ও রনি (৩০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গত ১৭ ডিসেম্বর বিকেলে মিতালি মার্কেটের ৪ নম্বর ভবনে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। বাদীকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। এতে মাথার সামনের বাম পাশে গভীর ক্ষত ও গুরুতর জখম হয়। এছাড়াও জাফর ইকবাল বকুল(৫০) নামে একজনকে পিঠের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এর আগে, ১৭ ডিসেম্বর হামলায় আহত হয় মনিরুল ইসলাম খোকন(৩৫), ইমরান মিয়াজী (৩৮), ইয়াছিন (৫২), রাজু(৪০) ও সাজু (৩৮)। আসামিদের বিরুদ্ধে সমিতির অফিস ভাংচুর ও নগদ ১ লাখ ৭ হাজার টাকা লুট এবং ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহীনূর আলম বলেন, মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.