ছাত্রলীগের হামলার ঘটনায় রাজিব ‘প্রতিহিংসার উত্তর সফলতা দিয়ে দেবো’
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
সময়টা ছিলো গত বছরের ১৪ জুলাই। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন ছাত্রদল নেতা আজিজুল ইমলাম রাজিব। সাথে ছিলেন আরও কয়েকজন। হঠাৎ তোলারাম কলেজ থেকে ছাত্রলীগ কর্মীরা এসে মারধর করা শুরু করে। পরে ছাত্রদল নেতাদের ছিনতাইকারী আখ্যা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার ভিডিও ও ছবি ধারণ করতে গেলে লাঞ্ছিত হয়েছেন দুজন গণমাধ্যমকর্মীও।
সেই ঘটনার বর্ণনা দিলেন মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেছেন ‘তাদের শায়েস্তা করতে একটা ইশারায়’ই যথেষ্ট, কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই না’
বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন। পাঠাকের সুবিধায় স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘ছাত্রলীগের যারা আমাকে মেরেছিলো, তাদের কাউকে কাউকে চাইলে ধরতে পারি। তাদের শায়েস্তা করার জন্য শুধুমাত্র আমার একটা ইশারায়’ই যথেষ্ট। কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই না, যেহেতু আমি রাজনীতি করি আমাকেতো আরো আগেই এটা করা যাবে না। আবেগ বিবেকের চেয়ে আইনকে ফলো করা আমাদের জন্যে বেটার। আমি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি ওদের নামে মামলা করবো, নিজে কিছু করবো না। যে তরিকায় ওরা ব্যবহার করেছে, সে তরিকা আমি ধরবো না। আমরা আমাদের এথিকসে খেলবো, ওদের এথিকসে না। তারেক রহমান যেটা বলল, ওরা অধম হইলে আমি উত্তম হবো না কেন? আরেকটা উল্লেখযোগ্য কথা, প্রতিহিংসার উত্তর আমরা প্রতিহিংসা দিয়ে না, সফলতা দিয়ে দেবো। আমি বিশ্বাস করি আমি তারেক রহমানের ভালো একজন কর্মী। আমার আর তার মাঝে বাহ্যিক ব্যবধান আছে, কিন্তু আদর্শের জায়গায় আমরা একাকার।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com