২২ দিনের ব্যবধানে ডিএকে টেক্সটাইলে ফের অগ্নিকান্ড, ১ ঘন্টায় নিয়ন্ত্রণে
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
রূপগঞ্জে একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল ওই অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে গেলে কারখানায় থাকা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল সাড়ে ৭টায় ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে দেখে তারা চলে যায়। তবে কারখানাটি আশঙ্কামুক্ত করতে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এর আগেও ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে ‘ডিএকে টেক্সটাইল’ কারখানায় আগুন লাগে। সেই অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com