মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়েছে একটি মার্কেটের অন্তত ৩০টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৩ টার দিকে ভাটেরচর এলাকায় আলী আহমদ মার্কেটে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, প্রথমে একটি সেলুনে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলেই গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে যায় অন্তত ৩০টি দোকান। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান, হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল ও ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এছাড়াও আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com