আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হানা, জিম্মি কর্মকতা-গ্রাহকরা
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে সেখানে ডাকাতদল হানা দেয়।
ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। খবর পেয়ে র্যাব–পুলিশ উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রেখেছে।
ডাকাতরা ব্যাংকটিতে কর্মকর্তা-গ্রাহকদের জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। পুলিশ বলছে, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। ডাকাত হানা দেয়ার খবরে ব্যাংকের আশপাশে ভিড় জমিয়েছেন লোকজনও।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.