সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোবারক নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক মোবারক হোসেন হলো খাগড়াছড়ি জেলার গঞ্জপাড়া উত্তর এলাকার মনির আলমের ছেলে।
পুলিশ জানায়, সন্দেহভাজন গাড়ী তল্লাসীর সময় যুবকের গতিবিধি সন্দেহ হয়। যুবককে দাঁড়াইতে বলিলে সে পালানোর চেষ্টা করে। আমরা তাকে আটক করে তল্লাসী করলে তার ব্যাগ থেখে ২০ টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করছিল
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com