আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর থানার মিশনপাড়া এলাকায় বাংলাদেশ হোসিয়ারি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, আমরা বিএনপি পরিবার‘র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা মাহমুদা হাবিবা, মো: আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনিপর কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। কর্মশালায় মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের ২শ’৫০জন নেতা অংশগ্রহণ করেন।

এছাড়া, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাই সকলে মিলেই রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ করতে হবে। তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে।

Exit mobile version