স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন– গাজীপুরে টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা এবার দুই পর্বে হবে কিনা, তা তাবলিগের দুই পক্ষের মুরুব্বিরা বসে সিদ্ধান্ত নিক।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তাবলীগের সাদ ও জুবায়েরপন্থী মুরুব্বিদের সাথে পৃথক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিবদমান গ্রুপগুলোর আলোচনা চলছে এবং সরকার চায়, তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক। এছাড়া, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যারা হত্যা ও হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বৈঠক শেষে জুবায়েরপন্থী গ্রুপের প্রতিনিধিত্বকারী মামুনুল হক বলেন– সাদপন্থীরা সন্ত্রাসী, তাদের নিষিদ্ধ করতে হবে। এবার তারা মানুষ হত্যা করেছে। তাদের ইজতেমা করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, টঙ্গী অভিমুখে লংমার্চ কর্মসূচির সিদ্ধান্ত আলোচনা করে নেয়া হবে। সাদপন্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এবং তাদের ইজতেমার অনুমতি দিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ৫ উপদেষ্টা ও বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন সাদপন্থীরা। তাদের মুখপাত্র রেজা আরিফ বলেন– প্রাণহানির ঘটনা দুঃখজনক। টঙ্গীর ইজতেমা মাঠ ত্যাগ করেছে তাদের মুসল্লিরা। সবার কাছে প্রশ্ন ছিল, সমাধান কোথায়? এর জবাব সব পক্ষই এড়িয়ে গেছেন।