স্টাফ রিপোর্টার : দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিনের নানী আম্বিয়া খাতুন ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর।
সোমবার রাতে গোদনাইল বার্মাশীল এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মন্ডলপাড়া কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
মরহুম আম্বিয়া খাতুন দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com