আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমাদের এমন কাজ করতে হবে যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে। দেশের মানুষ ভালবাসবে। এমন কাজ করতে হবে না যা ফ্যাসিস্ট হাসিনার দলের লোকজন করত। আজ প্রশাসন ভেঙে পড়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই আমাদের সোচ্চার থাকতে হবে। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায় তারা। আমাদের পার্শ্ববর্তী দেশ আর ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার প্রতি হুমকি দিচ্ছেন।’

সোমবার (১৬ ডিসেম্বর) রূপগঞ্জে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‌্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের আজ স্মরণ করছি। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, মহান মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের দল আমরা করি। এটা আমাদের জন্য সবচেয়ে গৌরবের বিষয়। বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে বারবার আন্দোলন করে ইতিহাস সৃষ্টি করেছে। তাই বাংলাদেশের মানুষের সংগ্রামী চেতনা সম্পর্কে জেনে ষড়যন্ত্র করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম প্রমুখ।

Exit mobile version