নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার জয়ন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তবে এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ বা হতাহত হয়নি।
এ বিষয়ে রশিদ চৌধুরী জানান, রাত সোয়া ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাসার লোকজন ঘুমন্ত থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি নিশ্চিত করতে পারেননি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক বলেন, গতরাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। ঘটনার সাথে কারা জড়িত, তা বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি।