এবার একটিও তদবির আসেনি জানিয়ে তদবির আসলে কপাল খারাপ আছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে অনারারি কমিশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সাথে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমান বাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন দেওয়া হয়।
এসময় অনারারি কমিশন প্রাপ্ত অফিসারদেরকে ফ্লাইং অফিসার পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান।
মহান বিজয় দিবসে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে একটি সমৃদ্ধ সনির্ভর বাংলাদেশ বিমান বাহিনী বিনির্মাণে ফ্লাইং অফিসারদের প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com