কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে হত্যা মামলার আসামির মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ জেলা কারাগার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।
নিহত হাজতির নাম আব্দুল আউয়াল (৬২)। সে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিল। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও পরে তাকে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করলে, আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সে মারা যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com