ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে ওই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com