আজ
|| ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিজয় দিবসে জয় উপহার দিলো নারী ক্রিকেট দলও
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
ছেলেদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় এনে দিয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলও। অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জুনিয়র টাইগ্রেসরা।
বায়োমাস ওভালে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেটে ৯৪ রানে থামে লঙ্কান মেয়েদের ইনিংস।
রান তাড়ায় শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাট বোলিংয়ে রানের গতি টেনে ধরে টাইগ্রেসরা। ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে চাপ বাড়াতে থাকে প্রতিপক্ষের ওপর। শেষ পর্যন্ত অলআউট না হলেও ১০০-এর আগেই থেমেছে তারা। এতেই ২৮ রানের জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছে আফিয়া আশিমা। নিশিতা আক্তার নিশির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান একশর ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া ২৩ বলে ২৫, সুমাইয়া ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে করেন ১৮ রান।
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের দুটি করে শীর্ষ দল উঠবে সুপার ফোরে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.