নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় বিক্ষুব্ধ শ্রমিক ও বহিরাগতরা হামলা চালিয়েছেন। আজ রোববার দুপুরে বিসিকের ২ নম্বর গেটে এ হামলায় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআর গ্রুপের শ্রমিকরা হঠাৎ বিক্ষুব্ধ হয়ে বিসিক এলাকায় হামলা চালায়। এতে ফকির ও লারিভ গ্রুপের দুটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় শ্রমিক ও বিসিকের অন্য কারখানার কর্মীরা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, এনআর গ্রুপের শ্রমিকরা ১৭ দফা দাবিতে আন্দোলন করছিলেন। তাদের প্রায় সব দাবিই মেনে নেওয়া হয়েছিল। তবে একটি ছোট ইস্যুকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটবে, তা অপ্রত্যাশিত।
নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারওয়ার বলেন, ‘বহিরাগত ও কিছু শ্রমিক বিসিকে প্রবেশ করে হামলা চালিয়েছে। বিকেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com